“ঈদ আইছে ক্যান , তাইলে সব্বাইরে ঈদ মোবারক”

লিখেছেন লিখেছেন শেখ সাদী ০৮ আগস্ট, ২০১৩, ১১:২৫:৪১ রাত



ছেলেঃ বলতো কোথায় আঘাত করলে ভিতর থেকে বাচ্ছা বাহির হয় ।

মেয়েঃ যা..হ ফাঝিল ,,,,

ছেলেঃ কেন স্কুলের ঘন্টায় আঘাত করলে বাচ্চা বাহির হয় না ।

“ঈদ আইছে ক্যান , তাইলে সব্বাইরে ঈদ মোবারক” । ঈদের দিন সব্বাই মজা করবে , মন খুইল­া হাসবে , ঘুরতে যাইবে , খেলা করবে । তয় এই ঈদ আনন্দ যাতে সব্বার সাথে মিলেমিশে হয় । কারো উপর রাগ না থাকে এটাই কাম্য ।

তয় এবার আন্নেরাও হাসেন ,

শিক্ষকঃ কিরে তুই নকল করছিস

ছাত্র ঃ হ স্যার করছি

শিক্ষকঃ কি নকল করছিস

ছাত্র ঃ স্যার প্রশ্নে আইছিল মাইনষের শরীলে কয়ডা হাড় আছে ? তাই আমি সার্ট খুইল­া হাড় গুনতাছিলাম ।

তয় আল­্লায় বাচাইছে শিক্ষার্থী ছাত্রী না হইয়া ছাত্র ছিল । এহন ডিজিটাইল­্লা যুগ । শিক্ষার্থীরা ডিজিটা­ইল্লা নকল করে ।

অনেক দিন পরে সবাই দিনে খাওয়েনের সুযোগ পাইয়া ইচ্ছা মত খাওয়ার উপর থাকবো। তয় দুইডা বদনা আর খাওয়ার স্যালাইন থাকলে প্রবলেম নাই ।

তয় আর একটা কৌতুক শুনেন ,

স্যার ঃ তোর মার নাম কি?

ছাত্রী ঃ হাসি

স্যার ঃ তোমার বাবার নাম কি?

ছাত্রী ঃ কান্না

স্যার ঃ তোমার নাম নিশ্চই ফাইজলামি?

ছাত্রী ঃ না স্যার ও টা আমার বোনের নাম । আমার নাম ইয়ারকি

ঈদের সেলামী বেশী করে নেওন লাগবো । তয় নিজে সেলামী দিতে ভুইল­া গেলে প্রবলেম নাই । আর সেলামী দেওয়ার চাইতে নিতে বেশী ভালা লাগে । তয় সেলামী দিতে যদি মন না চায় পাঁ দুইঠাকে এই গরমেও কম্বল দিয়া ঢাইক্কা রাখা যেতে পারে । আর সব্বাইরে কইতে হইবো পাঁয়ের ঠান্ডা লাগছে । তাই পাঁ ধরা নিষেধ ।

মেঘ বৃষ্টি যাই থাকুক ঘুরতে বের হইতেই হইবো । এইডা কেমন কথা গো রৌদ থাকলে ঘাইম্মা ঘাইম্মা ঘুরতে বের হইবো আর বৃষ্টি থাকলে বের হইবো না । তাই নিয়ম করতে হইবো বৃষ্টিতেও বের হওয়ন লাগবো । তয় শর্ত থাকবো ছাতা নেওয়োন যাইবো না । তা না হলে বৃষ্টি নামের মেয়ে গুলো রাগ করবো না ।

ঈদ মোবারক ঈদ মোবারক

বিষয়: সাহিত্য

১৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File